ঝাউয়ের ডাকে
শক্তি চট্টোপাধ্যায়
ঝাউয়ের ডাকে তখন হঠাৎ মনে আমার পড়ল কাকে
রাত্রিবেলা?
উপকূলের সঙ্গে চলে স্রোতের খেলা,
সাঁতার কাটে স্রোতের জলে চাঁদের নরম দুখানি
হাত,
লাইঠাউস দেখায় আলো দূর গগনের জলপ্রপাত,
গত বছর এসেছিলাম, বুকের মধ্যে বেসেছিলাম তোমায়
ভাল্
এখন সন্ধ্যা হয়েছে ঘর,
কেবল মেঘে, মেঘে, মেঘেই দিন ফুরালো...
এখন নিথর রাত্রিবেলা,
জলের ধারে কেবলই হয় জলের খেল্
অবর্তমান তোমার হাসি ঝাউয়ের ফাঁকে,
আমায় গভীর রাত্রি ডাকে...
ও নিরুপম, ও নিরুপম, ও নিরুপম...
In the call of the casuarina
Who was it I remembered in the rustling of the casuarinas
in the night?
The waves play a game with the shore.
The moon swims, parting the water with her gentle arms
The distant sky like falling water, under the searching gaze
of the lighthouse.
Last year we were here, in my heart I had even loved you,
Now the room is filled with twilight,
The day ages faster in the company of clouds.
Now it is deep in the night
The water plays alone by the waterside.
Your smile hides no longer among the casuarinas
The dark night keeps calling me,
Nirupam, Nirupam, Nirupam.
Shakti Chattopadhyay
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.