বাজে গল্প ১
দুই বন্ধু ছিলো
, একজন অন্ধ
আর একজন
কালা।
দুইজনে বেজায়
ভাব।
কালা বিজ্ঞাপনে
পড়িলো আর
অন্ধ লোকমুখে
শুনিলো, কোথায়
যেন যাত্রা
হইবে, সেখানে
সঙেরা নাচগান
করিবে।
কালা বলিলো
, "অন্ধ ভাই চলো, যাত্রায় গিয়া
দেখি"। অন্ধ হাত নাড়িয়া
গলা খেলাইয়া
কালাকে বুঝাইয়া
দিলো, "কালা ভাই চলো , যাত্রায়
নাচগান শুনিয়া
আসি।"
দুইজনে যাত্রার আসরে
গিয়া বসিলো। রাত
দুপুর পর্যন্ত
নাচগান চলিলো,
তারপর অন্ধ
বলিলো, "বন্ধু , গান শুনিলে কেমন?",
কালা বলিলো,
"আজকে তো নাচ দেখিলাম , গানটা
বোধহয় কাল
হইবে।"
অন্ধ ঘনঘন
মাথা নাড়িয়া
বলিলো, "মূর্খ তুমি! আজ হইলো
গান, নৃত্যটাই
বোধহয় কাল
হইবে।"
কালা চলিয়া গেলো। সে
বলিলো , চোখে
দেখনা তুমি
নাচের মর্ম
জানিবে কি?
অন্ধ তাহার
কানে আঙুল
ঢুকাইয়া বলিলো
"কানে শোননা , গানের তুমি কাচকলা
বুঝিবে কি?"
কালা চিৎকার
করিয়া বলিলো
"আজকে নাচ কালকে গান।"
অন্ধ ঠ্যাং
নাচাইয়া বলিলো,
"আজকে গান কালকে নাচ।"
সেই হইতে দুইজনের
ছাড়াছাড়ি।
কালা বলে,
" অন্ধটা এমন জুয়োচোর, সে দিনকে
রাত করিতে
পারে।"
অন্ধ বলে
, "কালাটা যদি নিজের কথা শুনিতে
পাইতো, তবে
বুঝিতো সে
কত বড়
মিথ্যাবাদী"।
A
useless Tale
There
were two friends, one was blind and the other one was deaf. They were very
close to each other. The deaf fellow read an advertisement and the blind fellow
heard from people that there was a show that was being staged somewhere and
that there would be dancers there. The deaf fellow said, ‘Come my blind friend,
let us go and watch the entertainment.’ The blind fellow shook his hands and spoke very
loudly saying, ‘Yes my deaf friend, let us go and hear them sing.’
The two
went to the venue. The music and dancing went on till midnight, when the blind
man said, ‘My friend, what did you think of the songs?’ The deaf man answered,
‘I saw only dances today, perhaps the singing will be on tomorrow.’ The blind
man shook his head vigorously, ‘You fool! Today we had singing, perhaps the
dances will be on tomorrow.’
The deaf
fellow went away but before he left he yelled, ‘You do not see a thing, how can
you know the beauty of dance?’ The blind fellow poked him in the ears and said,
‘You do not hear a thing, how can you make head or tail of music? The deaf man
shouted, ‘Dance today, music tomorrow!’ The blind man stamped his feet and
shouted back, ‘Music today, dancing tomorrow!’
They
parted ways that day. The deaf fellow was heard saying, ‘That blind bugger! He
tries to paint the day black and pass it off as night!’ The blind man said, ‘If the deaf fool could hear
himself speak, he would understand what a big liar he is!’
(Illustration: Gaaner Gunto)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.