"শাড়ি"
-সুবোধ সরকার
বিয়েতে একান্নটা শাড়ি
পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে
আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে
সে জীবনে
দেখেনি।
আলমারির প্রথম থাকে
সে রাখলো
সব নীল
শাড়িদের
হালকা নীল একটাকে
জড়িয়ে ধরে
বলল, তুই
আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল
সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে
সে বলল,
‘ তোর নাম
অভিমান’
তৃতীয় থাকে তিনটি
ময়ূর, যেন
তিন দিক
থেকে ছুটে
আসা সুখ
তেজপাতা রং যে
শাড়িটার, তার
নাম দিল
বিষাদ ।
সারা বছর সে
শুধু শাড়ি
উপহার পেল
এত শাড়ি সে
কি করে
এক জীবনে
পড়বে ?
কিন্তু বছর যেতে
না যেতেই
ঘটে গেল
সেই ঘটনাটা
সন্ধের মুখে মেয়েটি
বেরিয়েছিল স্বামীর সঙ্গে, চাইনিজ খেতে
।
কাপড়ে মুখ বাঁধা
তিনটি ছেলে
এসে দাঁড়ালো
স্বামীর তলপেটে ঢুকে
গেল বারো
ইঞ্চি
ওপর থেকে নীচে। নীচে
নেমে ডান
দিকে ।
যাকে বলে এল
।
পড়ে রইলো খাবার,
চিলি ফিস
থেকে তখনও
ধোঁয়া উড়ছে
।
এর নাম রাজনীতি,
বলেছিল পাড়ার
লোকেরা ।
বিয়েতে একান্নটা শাড়ি
পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে
আরো ছটা।
একদিন দুপুরে শাশুড়ি
ঘুমিয়ে, সমস্ত
শাড়ি বের
করে
ছতলার বারান্দা থেকে
উড়িয়ে দিল
নীচের পৃথিবীতে
।
শাশুড়ি পড়িয়ে দিয়েছেন
তাকে সাদা
থান
উনিশ বছরের একটা
মেয়ে সে
একা ।
কিন্তু সেই থানও
এক ঝটকায়
খুলে নিল
তিনজন, পাড়ার
মোড়ে
একটি সদ্য নগ্ন
বিধবা মেয়ে
দৌড়াচ্ছে আর
চিৎকার করছে,
‘বাঁচাও’
পেছনে তিনজন, সে
কি উল্লাস,
নির্বাক পাড়ার
লোকেরা ।
বিয়েতে একান্নটা শাড়ি
পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে
আরো ছটা….
Sari
The girl got fifty one
saris for her wedding
Back to her mother for the
ceremonies of the eighth day, six more waiting;
She had never seen
so many together all her life.
On the first shelf, she
placed all the blue saris
Hugging a watery shade to
herself, she called it her sky.
On the second shelf stayed
all the pinks
This time she caressed one in rose and called it feelings.
Peacock feather tintes, the
three on the third shelf, like happiness rushing at her from three sides.
She called it
sadness, the one that was bay leaf green.
That whole year she was
given sari after sari
How would she wear them all in just one life?
But before the year was
fully done, it happened.
Out for a Chinese
dinner with her husband when
Three men came and stood,
their faces masked
Twelve inches of steel they
pushed into her husband’s belly
Carving up and
down, then slashing right
Like an L in the
alphabet; an L for life.
The food still on
the plates, steam rising from the chilli fish
It was all
political, said the locals at the time.
The girl got fifty one
saris for her wedding
Back to her mother for the
ceremonies of the eighth day, six more waiting.
One afternoon as her
mother-in-law slept, she took them all out
Tossing them into
the sixth floor air outside their balcony.
The older woman had dressed
her in widow’s white
At nineteen she
found herself completely on her own.
But even that white shroud
was removed in a trice by three men on her own street
A newly naked widow runs, calling for a hero, ‘Save me!’
Followed by three
predators in celebratory glee, watched by silent locals.
The girl got fifty one
saris for her wedding
Back to her mother for the
ceremonies of the eighth day, six more waiting.
Excellent.
ReplyDeleteThank you very much!
ReplyDeletenice
ReplyDeleteOne Of My Favorite Poem.
ReplyDeleteExcellent poem sari of subodh sarkar thnx for bangalar mukh
ReplyDeleteOne of my favourite poem thanks for banglar mukh-ali
ReplyDeleteTnx for bangalr mukh
ReplyDelete