Sunday, June 15, 2014

আষাঢ়, কবি শ্রীজাত/The Rains by Srijato



আষাঢ়
কবি শ্রীজাত


ভেসে গেল আষাঢ়স্য প্রথম
দিবসে---
ক্যাপচার করেছ মম হৃদয়
কী শে
নাওয়া নাই খাওয়া নাই
হাওয়া নাই কোনও
কেবল জলের
তোড়ে দাওয়াটি নিকোনো
বৃষ্টি আসে ঝেঁপে,
আমি কান্না চেপে আছি
ঠাণ্ডা বুকে ঠেসে ধরছি গরম
পেঁয়াজি
কেহ বলে পথ্য খাও, দেখাও
ডাক্তার
কেহ বলে শুনে দ্যাখো বেগম
আখতার---
কেহ বলে কিছু না বর্ষার
বিলাস
টেনে হিঁচড়ে নিয়ে যাবে
কী জ্যান্ত, কী লাশ
গুটিয়ে নিয়েছি প্যান্ট, হাঁটু
অব্দি জল
জোয়ারের
স্রোতে একা ছিপছিপে হিজল
ডুবেছে প্রথম দিনে
বোঝে বা জনই
কী ভাবে সাঁতরাই বলো,
সহস্র রজনী





The Rains                                            Srijato

Everything washes away in the first rain of the season
How did you capture my heart?
Now I am unable to bathe, eat or breathe even
My courtyard washed clean by the force of the deluge
 It buckets down, I hold back my tears
Clutching to my cold chest a hot fried snack or two
Some say, eat something healthy, or go see a doctor
  Some say this is fixed by listening to some Begum Akhtar
Some even say, this is nothing! Just a touch of rain fever
This is going to be your end, living or dead forever!
 I roll up my trousers, in knee deep water I stand
 In the currents
A lone slender sapling that submitted on the first day
How many do you think will understand my plight?

How am I supposed to swim this Arabian night?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.