Sunday, November 3, 2013

তুই কি আমার দুঃখ হবি, আনিসুল হক/ Anisul Haque



তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি।

তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

তুই কি আমার দুঃখ হবি, আনিসুল হক

***

Will you be the sorrow that eats me up

Will you be the sorrow that eats me up?
Yes me, a being of no fixed ways,
Hair dusted red by winding roads
Eyes circled by the weight of living.
Touching them with your nightly touch
Will you be the sorrow that eats me up?

Will you be the tears in my dry eyes?
The sudden sound of a midnight call?
Will you break the lidless sleep
Of my empty afternoons?
The insistent knocking on my door
By a postman happy to wait.
Will you be the nameless pain that comes
with words stuffed into a blue envelope?

Will you be the sweet breath exhaled
From the emptiness within my chest?
Will you be the feel of a soft hand?
The kind that hurts, just a little.
Will you be the pain that makes me bite my lip?
The kind that hurts, just a little.
In the endless wait of golden afternoons
Will you be one of many a promise never fulfilled?
The kind that hurts, just a little.

Will you be mine and mine alone?
Will you be the pain that is for me alone to bear?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.