একমুঠো জোনাকী
একমুঠো জোনাকীর আলো
নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক
দেখাচ্ছে অন্ধকার।
একমুঠো জোনাকীর আলো
পেয়ে
এক একটা যুবক
হয়ে যাচ্ছে
জলটুঙি পাহাড়
যুবতীরা সুবর্ণরেখা।
সাপুড়ের ঝাঁপি খুলতেই
বেরিয়ে পড়ল
একমুঠো জোনাকী
পুজো সংখ্যা খুলতেই
বেরিয়ে পড়ল
একমুঠো জোনাকী।
একমুঠো জোনাকীর আলো
নিয়ে
ফাঁকা মাঠে ম্যাজিক
দেখাচ্ছে অন্ধকার।
ময়দানের মঞ্চে একমুঠো
জোনাকী উড়িয়ে
জয়ধ্বনি দিয়ে উঠল
যেন কারা।
রবীন্দ্রসদনে তিরিশজন কবি
তিরিশদিন ধরে
আউড়ে গেল
একমুঠো জোনাকীর সঙ্গে
তাদের ভাব-ভালোবাসা।
ইউনেসকোর গোল টেবিল
ঘিরে বসে
গেছে মহামান্যদের
সভা
একমুঠো জোনাকীর আলোয়
আফ্রিকা থেকে আসমুদ্র
হিমাচল সমস্ত
হোগলা বন
আর ফাটা
দেয়ালে
সাজিয়ে দেবে কোনারক
কিংবা এথেন্সের
ভাস্কর্য।
সাত শতাব্দীর অন্ধকার
এইভাবে
ফাঁকা মাঠে ম্যাজিক দেখিয়ে চলেছে
একমুঠো জোনাকীর
আলোয়।
পুর্ণেন্দু পত্রী
A Fistful of Fireflies
With just a handful of fireflies
Darkness impresses in the absence of the sun.
In that magical glow
Each youth becomes a red dirt hill,
Each young woman a shining river of gold.
As soon as the snake charmer lifts the lid, a handful of fireflies appear
As soon as I open a popular book, the same fireflies.
With just a handful of fireflies,
Darkness makes us believe in the absence of the sun.
From the podium a politician flings a handful of fireflies
To the ragged applause of someone or the other.
Thirty poets recite their poetry over thirty days in a hall named for our Bard
Briefly glowing in firefly light, nothing more, nothing less.
Great leaders assemble in a UNESCO roundtable,
To create a spectacle like Konark or Athens
By the light of a handful of fireflies,
Wherever you see cracked walls and thatch, from Africa to the Himalayas.
This is how the darkness of the last seven centuries
Shows its sleight of hand by the light of a few fireflies.
Purnendu Pattrea
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.