শূন্যের ভিতরে ঢেউ
– শঙ্খ ঘোষ
বলিনি কখনো?
আমি তো ভেবেছি
বলা হয়ে
গেছে কবে।
এভাবে নিথর এসে
দাঁড়ানো তোমার
সামনে
সেই এক বলা
কেননা নীরব এই
শরীরের চেয়ে
আরো বড়ো
কোনো ভাষা নেই
কেননা শরীর তার
দেহহীন উত্থানে
জেগে
যতদূর মুছে নিতে
জানে
দীর্ঘ চরাচর
তার চেয়ে আর
কোনো দীর্ঘতর
যবনিকা নেই।
কেননা পড়ন্ত ফুল,
চিতার রুপালি
ছাই, ধাবমান
শেষ ট্রাম
সকলেই চেয়েছে আশ্রয়
সেকথা বলিনি? তবে
কী ভাবে
তাকাল এতদিন
জলের কিনারে নিচু
জবা?
শুন্যতাই জানো শুধু?
শুন্যের ভিতরে
এত ঢেউ
আছে
সেকথা জানো না?
Waves in a void
Haven’t I ever said it?
But I thought it
had all been said so long ago.
This stilled waiting in front
of you
That is the same as speech
Because there is no greater
voice
than this silenced body
Because a body arising
unseen and disembodied
works far better at erasing
this vast space
Than the heaviest
of curtains.
Because falling hair, silvery
pyre ashes, the last tram going home
All these are seeking shelter
Did I not say that? Then
how does the flower cast its eyes
Waiting as it does,
down by the water’s edge?
Do you only know emptiness?
And the whirlpools that exist inside that void
Do you know nothing about that?