হিংসুটিদের গান
আমরা ভাল লক্ষ্মী সবাই, তোমরা ভারি বিশ্রী,
তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাব মিশ্রী ।
আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চম্চম্,
তোমরা ত তা পাচ্ছ না কেউ, পেলেও পাবে কম কম ।
আমরা শোব খাট্ পালঙে মায়ের কাছে ঘেঁষটে,
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে ।
আমরা যাব জামতাড়াতে চড়ব কেমন ট্রেইনে,
চেঁচাও যদি "সঙ্গে নে যাও" বল্ব "কলা এই নে" !
আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচ্মচ্,
তোমরা হাঁদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফঁচ্ফঁচ্ ।
আমরা পরি রেশমি জরি, আমরা পরি গয়না,
তোমরা সেসব পাওনা ব'লে তাও তোমাদের সয় না ।
আমরা হব লাটমেজাজি, তোমরা হব কিপ্টে,
চাইবে যদি কিচ্ছু তখন ধরব গলা চিপ্টে ।
হিংসুটিদের গান
We are the best, every one of us, you are the worst in like forever
You will eat bitter gall, while we feast on lollipops and sugar
We will have toys, we will have dolls, we will have sweets galore
None of that will your lot get, no more than a doll for every four
We will lie all warm in bed, snuggling with our mothers
You will lie alone in the dark, suppressing your shudders.
We will go on fun trips toot tooting, aboard a shiny train,
If you ask to come along, we pull faces through the window pane!
We strut about in brand new shoes, squeaking with each proud step
You are dirty and greedy, with snotty noses and bare feet
We wear silk, we wear gold, the very best is our lot
You can hardly bear it, simply because you are a have not!
We will be as happy as kings, while you are as stingy as Shylock
This comment has been removed by a blog administrator.
ReplyDelete