Thursday, August 22, 2013

বরং প্রেমেন্দ্র মিত্র/The Alternative by Premendra Mitra



বরং

প্রেমেন্দ্র মিত্র




কোথায় যাব ভেবেছিলাম
                     হয়নি যাওয়া।
বন্ধ ঘরের সার্সি কাঁপায়
                     দমকা হাওয়া।

কাঁপাক, তবু ঘরেই আছি।
ভাবনাগুলোর পোকা বাছি,
জ্বালায় যখন, তাড়াই মাছি,
ঠিক জেনেছি, চক্ষু দুটি
ঢাকলে পরেই ফুরোয় চাওয়া।

শিখেছি তো যেদিকে রোদ
সেদিক ঘেঁষেই বাড়তে,
আঁকশি-নাগাল স্বপ্নগুলো পাড়তে,
কিংবা কষায় অম্ল বলে-ই ছাড়তে।
যা করে হোক, অন্ন তো দিই প্রাণের পিপাসারতে।
  
হবার - যা - নয় তার বিহনে আর কি কাঁদি!
হোতো - যদি - আহার বরং গল্প ফাঁদি।




The Alternative
by Premendra Mitra



Had thought of going somewhere
                          But I didn’t.
The closed windows suddenly shake
                       In abrupt wind.

Let them shake, at least I am at home
Sifting through thoughts for signs of rot.
When it gets to be too much
I swat at flies.
One thing I know,
If one shuts their eyes, one wants no more.

I have learnt to follow the sun
And grow in that direction,
Reaching for any dreams within hooking distance,
Or let them go, blaming their substance.
Who cares what I do, so long as I feed my soul?

For what could never been, I no longer cry!
Come, let’s talk of what ifs and I wonder whys.


1 comment:

  1. Beautiful Translation - Somehow, I like the translation better than the original.

    I always have thoughts of going somewhere; but you see, my thoughts leave me, before I can find myself somewhere!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.